বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন অনেক মানুষ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন।
গত দুই মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ‘কারও শরীরে করোনাভাইরাসের ‘অ্যান্টিবডি’ থাকলেই যে তার আর কোভিড হবে না, বিষয়টি এখন পর্যন্ত কোনো গবেষণাতেই যাচাই করে দেখা হয়নি।’
করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তা শরীরে ‘অ্যান্টিবডি’ তৈরি হয়। তবে এখন প্রশ্ন হলো– এই ‘অ্যান্টিবডি’ কতদিন সুরক্ষা দিতে পারে ও আক্রান্ত হওয়ার সম্ভবনা কতটুকু?
অ্যান্টিবডি সুরক্ষা ও আক্রান্ত হওয়ার সম্ভাবনা
করেনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া একজন ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় ৩ থেকে ৪ মাস সুরক্ষা দিতে পারে। অথ্যাৎ করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তিন থেকে চার মাস ভালো থাকবেন। আর সুস্থ হওয়ার ব্যক্তির দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।
মানতে হবে স্বাস্থ্যবিধি
করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরও তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা ও বাইরে বের হলে সঙ্গে হ্যান্ড স্যানিটারাইজ রাখতে হবে।
এ ছাড়া বাইরে থেকে ঘরে ফিরে সাবান দিয়ে হাত-মুখ ধোয়া, জুতা ও পোশাক বদলে ফেলা ও পরিষ্কার করা এবং গোলস করতে পারলে সবচেয়ে ভালো।