শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

করোনার টিকা নিয়েছেন সু চি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করোনাভাইরাসের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে বলে তাঁর আইনজীবী নিশ্চিত করেছেন।

সু চির আইনজীবী বিবিসি বার্মিজকে একথা জানালেও ৭৬ বছর বয়সী এ নেত্রী কবে টিকার ডোজগুলো নিয়েছেন ও তাঁকে কোন টিকা দেওয়া হয়েছে তা পরিষ্কার হয়নি।

মিয়ানমারজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই দেশটির গণতন্ত্রপন্থি নেত্রীকে টিকা দেওয়া সম্পন্ন করল ক্ষমতাসীন সামরিক জান্তা।

ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই এর প্রতিবাদে দেশটির স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট শুরু করে, এতে সেখানকার চিকিৎসা ব্যবস্থা অনেকটা অকার্যকর হয়ে আছে।

মিয়ানমারের পাঁচ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র দুই দশমিক আট শতাংশ পুরোপুরি টিকার আওতায় এসেছে। দেশটিতে এ পর্যন্ত ৩৫ লাখ ডোজের মতো করোনাভাইরাস টিকা বিতরণ করা হয়েছে।

এ পর্যন্ত প্রতিবেশী ভারত ও চীন থেকে যথাক্রমে ১৫ লাখ ও পাঁচ লাখ করোনাভাইরাস টিকা পেয়েছে মিয়ানমার। দেশটি আরও টিকা পাওয়ার চেষ্টায় আছে।

মঙ্গলবার দেশটিতে রেকর্ড তিন হাজার ৬০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মিয়ানমারের সংক্রমণ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ চীনের রুইলি শহরেও ছড়িয়েছে, একইদিন সেখানে ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English