প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২২ লাখ ২৯ হাজার, আর আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থাটির তথ্যানুযায়ী, রোববার (৩১ জানুয়ারি) বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৬২৯ জন, মোট মারা গেছেন ২২ লাখ ২৯ হাজার ৫০৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৮২২ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩১২ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২৩ হাজার ৯৭১ জন।