কোভিড-১৯ মহামারী বদলে দিয়েছে মানুষের জীবনের নানা রুটিন। পালটে গেছে মানুষের জীবনমান। বদলে গেছে প্রচলিত অনেক রীতিনীতি ও প্রথা। এ বাস্তবতায় জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব বিগত বছরের মতো এবার আনছে না তাদের সালতামামি ভিডিও।
প্রতি বছর যে ভিডিওগুলো জনপ্রিয়তা সেগুলো নিয়ে ডিসেম্বরে তৈরি হয় ‘রিওয়াইন্ড’ ভিডিও। ইউটিউবের অফিশিয়াল চ্যানেল থেকে এ ভিডিও ২০১০ সাল থেকেই প্রকাশিত হয়ে আসছে। এ বছর সে হিসাবটি আর আগের মতো থাকছে না। ইউটিউব এক বিবৃতিতে বলেছে, ‘২০২০ সাল আলাদা, এমন কিছু করা উচিত হবে না যা থেকে মনে হতে পারে এটি আগের মতোই।’
ইউটিউব রিওয়াইন্ড নিয়ে প্রতিবছরই আবেগের বহিঃপ্রকাশ করেন ভক্তরা। আবার ‘রিওয়াইন্ড’ ভিডিও ইউটিউব ভক্তদের আলোচনায় থাকে ঠিকই। কিন্তু প্রতি বছরই যে জনপ্রিয় হয় তা নয়। ২০১৮ সালের ভিডিওটির ডিসলাইক সংখ্যা ছিল ১৮ মিলিয়ন। লাইক পড়েছিল ২.৯ মিলিয়ন। ফলে ২০১৯ সালের রিওয়াইন্ড ভিডিও তৈরির জন্য নতুন নিয়ম চালু করেছিল ইউটিউব।