সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

করোনায় বার্সেলোনার ক্ষতি ৯৭ মিলিয়ন ইউরো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

করোনা মহামারীতে ২০১৯/২০ অর্থবছরে প্রায় ৯৭ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে স্পনিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। আর এ কারণেই ক্লাবের সম্ভাব্য রাজস্ব এক বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাওয়ার যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এক বিবৃবিতে কাতালান ক্লাবটি জানিয়েছে, গত অর্থবছরে তারা ৮৫৫ মিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে যা ২০১৮/১৯ মৌসুমে ৯৯০ মিলিয়ন ইউরোর থেকে প্রায় ১৪ শতাংশ কম।

এর মধ্যে করোনার কারণে প্রতিদিনের ম্যাচ থেকে ক্ষতি হয়েছে ৪৭ মিলিয়ন ইউরো, ক্লাবের সুভ্যেনির দোকানগুলোতে বিক্রি কমে গেছে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো। এছাড়া স্টেডিয়াম সফরে আসা দর্শনার্থীদের থেকে ১৮ মিলিয়ন ইউরো কম আয় হয়েছে। স্পেনে সমর্থকরা মাঠে ফিরতে দেরি হলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে ২০২০-২১ মৌসুমে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৯১ মিলিয়ন ইউরো। এই আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে ইতোমধ্যেই খেলোয়াড়রা তাদের বেতন কর্তনের বিষয়ে একমত হয়েছে। ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনার জন্য লুইস সুয়ারেজ, আরতুরো ভিদাল ও ইভান রাকিটিচের মত বড় তারকাদের ছেড়ে দিয়েছে বার্সা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English