সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

কলকাতায় এল ৭ লাখ ডোজ টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সেরাম ইনস্টিটিউট থেকে প্রায় ৭ লাখ ডোজ টিকা এসেছে। উড়োজাহাজে ৮৩টি কুলিং বাক্সে কোভিশিল্ড নামে এই টিকা আসে। প্রথম দফায় আসা এই টিকা দেওয়া হবে ৬ লাখ ৮৯ হাজার মানুষকে। প্রতিটি ডোজে দেওয়া হবে ০.৫ মিলিলিটার।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে এই টিকা আসে। টিকা কলকাতার বাগবাজারে রাজ্য সরকারের কেন্দ্রীয় মেডিসিন স্টোর এবং হেস্টিংসের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মেডিসিন স্টোর্সে রাখা হয়। এরপর এই টিকা বাগবাজার থেকে পাঠানো হয় রাজ্যের বিভিন্ন জেলায়। বাকি জেলায় আজ পাঠানো হবে।

হেস্টিংসের স্টোর থেকে টিকা পাঠানো হবে উত্তর–পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরামসহ বিভিন্ন রাজ্যে।

আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। শনিবার প্রথম দিনে রাজ্যের ৩৫৩টি টিকা কেন্দ্রে দেওয়া হবে এই কোভিশিল্ড ঠিকা। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হবে। সব মিলে ৩৫ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি দেখবেন। টিকা দেওয়া হচ্ছে বিনা মূল্যে।

পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে চাল ও রেশন চুরির মতো রাজ্য সরকার যেন টিকা চুরি না করে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English