রংপুর মহানগরীর চওড়ার হাটে সিটি করপোরেশনের কাউন্সিলর হারাধন হারা কর্তৃক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে এবং মামলা নেয়ার দাবিতে হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী বাংটু ও বিক্ষোভকারীরা জানান, নগরীর ৭ নং ওয়ার্ডের বাংটুকে একটি মামলায় সাক্ষ্য না দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা। কিন্তু তিনি সাক্ষ্য দেয়ায় চওড়ারহাট এ তার চায়ের দোকানে ভাঙচুর করে কাউন্সিলর হারায এবং তার সহযোগীরা। এ সময় সময় হারা বাংটুর মাথায় অস্ত্র ঠেকিয়ে দেয় বলে অভিযোগ করেন বাংটু। বিষয়টি নিয়ে হারাগাছ থানায় অভিযোগ দায়ের করলেও মামলা না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যার পর হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভকারীরা কাউন্সিলরকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে তার নামে দেয়া মামলা রেকর্ড এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। মামলা রেকর্ড করার আশ্বাস দিলেরাত 9 টায় বিক্ষোভকারীরা চলে যান।
এদিকে হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রমাণ পাওয়া গেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে।