শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কাজগুলো ছিল গৃহবন্দি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

করোনাকাল! কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ কোথায়? তাই কিছুটা সাদামাটাই ছিল মেহ্জাবীনের ঈদুল আজহা। বাসায় মেহমানদের সময় দেয়া, ভিডিও কনফারেন্সে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা কিংবা অবসরে নাটক-সিনেমা দেখা। একরকম কেটে গিয়েছে অভিনেত্রীর ঈদের দিনগুলো। অন্য সময়ের তুলনায় এবার ঈদে কাজের চাপ ছিল কম। করোনার মধ্যে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? মেহ্জাবীন বলেন, ‘মেন্টালি একটা প্রেসার সবসময় ছিল। কাজেও কিছুটা ব্যাঘাত ঘটেছে; এবারের ঈদে গৃহবন্দি কাজ বেশি হয়েছে, তেমন বড় পরিসরে কাজ করা যায়নি।’

সর্বমোট ১২টি নাটকে কাজ করেছেন তিনি। সেগুলোর মধ্যে ‘নির্বাসন’, ‘প্রাণপ্রিয়’, ‘গৎ গং. চাপাবাজ’, ‘বউ’, ‘কেন’, ‘একাই ১০০’, ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল’, ‘স্বার্থপর’, ‘অবাক প্রেম’, ‘ছায়াছবি’ নাটকগুলো ছিল মেহ্জাবীন-ভক্তদের আলোচনায়।

মেহ্জাবীন জানান, এবারের ঈদে নিজের অভিনীত পছন্দের সেরা নাটক একটি ‘নির্বাসন’, অন্যটি ‘প্রাণপ্রিয়’। গল্পের কারণেই নাটক দুটিকে এগিয়ে রাখতে চান তিনি। আর স্বাস্থ্যবিধি মেনে কাজের অভিজ্ঞতা দারুণ না হলেও মেহ্জাবীনের ভাষ্য, ‘সব সেক্টরে কাজ কিন্তু চলছে। ডাক্তার-পুলিশ তারা কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে ইউনিটে যদি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে কাজ করা সম্ভব।’

এবারের ঈদ ছিল অনেকটাই টিভি নাটক নির্ভর। আগের তুলনায় বেড়েছে নাটক নির্মাণ। কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে, নির্মাণ বেড়েছে ঠিক কিন্তু গুণগত মান বিচারে কতটুকু এগিয়েছে বাংলাদেশের নাটক?

এ প্রসঙ্গে মেহ্জাবীন বলেন, ‘এখন আরো অনেক চ্যালেঞ্জিং কাজ হচ্ছে, ব্যতিক্রমী কাজ হচ্ছে। মানের দিক থেকেও সবাই সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছে। অনেকে হইচইয়েও কাজ করছে। আমার মনেহয় গল্পে ভিন্নতা আনার দায়িত্ব হল স্ক্রিপ্ট রাইটারদের, ওই গল্প পছন্দ করবেন একজন ডিরেক্টর আর আপলোড করার কাজটা করবে টিভি চ্যানেল বা প্ল্যাটফর্ম। সেই ক্ষেত্রে চ্যানেল বা প্ল্যাটফর্ম যদি ভিন্ন ধরনের গল্পে কাজ করে, তাহলে ডিরক্টরও স্বাধীনভাবে ভিন্ন ধরনের গল্পে কাজ করতে পারবেন। নাটকের বাজেটও বাড়বে।’

ঈদে টানা ব্যস্ততায় ছিলেন অভিনেত্রী মেহ্জাবীন। করোনায় সাধারণ ছুটির পর শুটিংয়ে ফিরেছিলেন তিনি। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণপ্রিয়’ নাটকটির শুটিং চলাকালীন ওই ইউনিটে দুজনের করোনা পজিটিভ আসে। ফের শুটিং রেখে কোয়ারেন্টাইনে ফিরতে হয়েছিল মেহ্জাবীনকে। ঈদের পর এখনো শুটিংয়ে ফেরেননি এই অভিনেত্রী। বলছেন, কিছুদিন নাটকের কাজ থেকে বিরত থাকবেন তিনি। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘তেমন কিছু নয়। এখনকার পরিস্থিতি তো আমরা সবাই জানি। এই অবস্থায় পুরোদমে কাজ করা ঝুঁকিপূর্ণ।’ তাহলে এই বিরতির দিনগুলোতে কী করবেন তিনি? কী তার পরিকল্পনা? বলেন, ‘এখনো তেমন কিছু ভাবিনি। বাসায় আছি, এমনিতেই সময় কেটে যায়।’

তবে তিনি শিগগিরই দর্শকদের মাঝে ফিরছেন ভিন্ন পরিচয়ে। তাকে দেখা যাবে বিচারকের আসনে। শুরু হতে যাওয়া ‘দ্য ডান্স কিং’ নৃত্য প্রতিযোগিতার আসরে অন্যদের সঙ্গে মেহ্জাবীনও থাকছেন বিচারক হিসেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English