রাজধানীর বাড্ডা এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এই রায় দেন। কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন কামাল হোসেন। তিনি রিকশাচালক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদ। কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি কামাল হোসেনের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় ২০১৯ সালের ৬ মে মামলা হয়। ভুক্তভোগী কিশোরী এই আসামির নিকটাত্মীয়। কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি কামাল।
মামলার নথিপত্র বলছে, গত বছরের ১২ অক্টোবর আসামি কামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে ১০ সাক্ষীর মধ্যে ছয়জনকে আদালতে হাজির করা হয়।