শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত ৪১, ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৮৩৫ জন। ২৪ ঘণ্টায় কুমিল্লায় আটজন সুস্থ হয়েছেন। মোট সুস্থ পাঁচ হাজার ২৫২ জন। এ দিন কুমিল্লার তিনজন মারা যান। জেলায় মোট মারা গেছেন ১৭৯ জন। সোমবার কুমিল্লার সিভিল সার্জন অফিস তথ্য জানায়।

সূত্র জানায়, নতুন আক্রান্তের মধ্যে ২০জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন- লাকসামে চারজন,চৌদ্দগ্রামে ও তিতাসে দুইজন করে, বুড়িচংয়ে তিনজন, সদর দক্ষিণ, চান্দিনা ও দাউদকান্দিতে একজন করে, বরুড়ায় চারজন ও নাঙ্গলকোটে তিনজন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ৩১হাজার ৮৯১ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৩১ হাজার ১৬৭ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English