শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত ৪৮

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

কুমিল্লায় বৃহস্পতিবার নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭২৭ জনের। জেলায় এদিন ৬৬ জনসহ সর্বমোট সুস্থ হয়েছেন চার হাজার ২৮১ জন। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানানো হয়, বৃহস্পতিবার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীর ৩৩ জন, মনোহরগঞ্জের পাঁচজন, বুড়িচং ও চান্দিনা দুইজন করে, ব্রাক্ষণপাড়া, আদর্শ সদর, দেবিদ্বার, নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন।

এছাড়া কুমিল্লা নগরীতে ৩০ জন, আদর্শ সদরে ৩৩ ও মনোহরগঞ্জে তিনজনসহ মোট ৬৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৪৯ জন। এ পর্যন্ত জেলায় ২৭ হাজার ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৫ হাজার ৯২৪ টির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English