মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর ছেলে ও দুই ভাইসহ ৬০ কর্মীর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

কুয়াকাটা পৌরসভা নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আ: বারেক মোল্লার ছেলে ও দুই ভাইসহ ৬০ কর্মী-সমর্থকের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থককে কুপিয়ে জখম, হত্যাচেষ্টা ও দস্যুতার অভিযোগে মহিপুর ওসিকে এ আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার আদালত স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থক আনোয়ার হোসেনের মামলা আমলে নিয়ে মহিপুর ওসিকে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ১৭ ডিসেম্বর থেকে কুয়াকাটার সর্বত্র ধারালো অস্ত্র নিয়ে অবাধে চলাফেরা করে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের ভীতি প্রদর্শন করে আসছিল। ২৩ ডিসেম্বর পৌরসভার ২নং ওয়ার্ডে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আসামিরা বাদিসহ তাদের জগ প্রতীকের কর্মী সমর্থকদের পথ রোধ করে জখম ও হত্যাচেষ্টা চালায়। এ সময় আসামিরা বাদিসহ সাক্ষীদের এলোপাথারি কুপিয়ে একটি স্যামসাং মোবাইল সেট, বাদি ও সাক্ষীদের পরিধেয় স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এদিকে, ২নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো: নাসির আকন বাদি হয়ে তার প্রতিপক্ষ উট পাখি প্রতীকের তৈয়বুর রহমানের ১৩ কর্মী-সমর্থকের বিরুদ্ধে মারধর, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মহিপুর ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English