ভারতে চলছে জোরদার কৃষক আন্দোলন। ভারত সরকারের পাস করা ‘থ্রি ফার্ম অ্যাক্ট’ কৃষকবিরোধী দাবি করে কয়েক লক্ষ কৃষক রাজপথে নেমে এসেছে। যাদের জন্য মানুষের মুখে অন্ন জোটে, সেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দেশটির অনেক নামীদামী ক্রীড়া ব্যক্তিত্ব। অনেকে প্রতিবাদ জানিয়ে নিজেদের রাষ্ট্রীয় সম্মান ফেরত দিয়েছেন। ভারতের সাবেক সুপারস্টার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংও এই আন্দোলনে সমর্থন দিয়েছেন। তবে ছেলে বাবার এই অবস্থানকে সমর্থন দিচ্ছেন না।
গত সোমবার সরকারকে এই আন্দোলন এবং পুরস্কার ফিরিয়ে দেওয়া সব ক্রীড়াব্যক্তিত্বদের সমর্থন জানিয়ে যোগরাজ বলেছিলেন, ‘কৃষকদের চাওয়াটা ন্যায্য। সরকারের উচিত তাদের কথা শোনা, তাদের দাবি মেনে নেওয়া। এই ব্যাপারে সরকারের সমাধান দেওয়ার সময় হয়ে গেছে। পাশাপাশি যেসব খেলোয়াড় সরকারের কাছ থেকে পাওয়া সম্মানজনক সব পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তাদের প্রতি সমর্থন জানাচ্ছি।’
এর দুই দিন পর আজ যুবরাজ তার ৩৯তম জন্মদিন পালন করছেন। বাবার কথাগুলোর কারণে অর্জুন ও পদ্মশ্রী পুরষ্কারজয়ী যুবরাজের ওপর যেন দায় চাপিয়ে দিয়েছে পুরস্কার ফেরত দেওয়ার। তাই তিনি টুইটারে লিখেছেন, ‘কোনো সংশয় নেই, কৃষকেরা একটা জাতির প্রাণ। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। জন্মদিন সাধারণত কোনো একটা ইচ্ছা বা আশা পূরণের উপলক্ষ, কিন্তু এই জন্মদিনে আমি শুধু এই প্রার্থনাই করি যে আমাদের কৃষকদের সঙ্গে আমাদের সরকারের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সবকিছুর দ্রুত সমাধান হোক।’
এরপর যোগরাজ সিংয়ের সেই বক্তব্যে ‘পুরস্কার ফেরত দেওয়া’র প্রসঙ্গ টানেন যুবরাজ। বাবার মন্তব্যের সমালোচনা করে বিশ্বকাপজয়ী এই অল-রাউন্ডার লিখেন, ‘মি. যোগরাজ সিংয়ের কথায় আমি হতাশ! অনেক কষ্ট পেয়েছি। এটা পরিষ্কার করে বলতে চাই যে তার কথাগুলো পুরোপুরিই তার ব্যক্তিগত মন্তব্য। এই ব্যাপারে তার আদর্শের সঙ্গে আমার আদর্শ মেলে না।’