গতকাল শনিবার রাতে সমর্থকদের হতবাক করে দিয়ে রিয়াল বেতিস ম্যাচের শুরুতে ছিলেন না লিওনেল মেসি। বিস্ময়ের সঙ্গে সঙ্গে শঙ্কার কালো মেঘ ছড়িয়ে পড়েছিল। কারণ কাতালান ক্লাবটিতে অনেকদিন ধরেই নানারকম ঝামেলা চলছে। মেসি নিজেও ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণেই কি মেসি একাদশের বাইরে? সমর্থকেরা যখন এসব জল্পনা করে যাচ্ছেন; তখন ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠে দেখা গেল বার্সা অধিনায়ককে।
খেলা যখন ১-১ গোলে সমতা, তখন চোটগ্রস্ত আনসু ফাতির জায়গায় মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। মাঠে নেমেই জোড়া গোল করে বার্সার বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। মেসির উপস্থিতিতে শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন দাঁড়িয়েছে ৫-২। ম্যাচ শেষে খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যমের রোষের মুখে পড়েছিলেন বার্সা কোচ কোম্যান। এমনিতেই বেচারার অবস্থান এখন নড়বড়ে। তার ওপর সাংবাদিকেরা মেসির বিষয়ে একের পর এক প্রশ্নবানে তাকে জর্জরিত করেন।
কোম্যান জানান, মেসির প্রথম একাদশে না থাকার পেছনে অন্য কোনো কারণ নেই। মেসি নাকি কাল ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট ছিলেন না। দিনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের হালকা ব্যথা পেয়েছিলেন। কাল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে সেই ব্যথাটা যায়নি। তাই তিনি একাদশের বাইরে ছিলেন। যে কোনো সময় তাকে দরকার হতে পারে ভেবেই বেঞ্চে রাখা হয়েছিল। যদি শারীরিকভাবে যথেষ্ট ফিট থাকে, তাহলে পরের ম্যাচে সে শুরু থেকেই খেলবে।