অভিনয়ের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও জড়িত অভিনেত্রী জাকিয়া বারি মম। সমাজের মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্যচিত্রে অভিনয় করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার একেবারেই ভিন্ন প্রসঙ্গের একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে চলাফেরা করতে গিয়ে বিশেষত পাবলিক প্লেস অর্থাৎ জনসমাগমস্থলে নারীদের প্রায়ই হয়রানির শিকার হতে হয়। সেই হয়রানি থেকে নারীদের সুরক্ষায় নির্মাতা আবদুল কুদ্দুস ‘পাবলিক প্লেসে নারীর সুরক্ষা’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এ তথ্যচিত্রে মম গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জনসমাগমস্থলে তথ্যচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। এর গল্প রচনা করেছেন রিফাত। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘আমি একজন নারী। তাই নারীদের সুরক্ষার জন্য আরও অনেক বেশি সচতেন করে তুলতে এ তথ্যচিত্রে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে কাজ করেছি। কিছু কাজ মনের গভীর থেকে অনেক ভালোবাসা নিয়েই করি।
এটিও তেমনি একটি কাজ। একজন নারী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে কাজটি করেছি। তা ছাড়া এ ধরনের কাজ করতে পারাটাও অনেক বড় প্রাপ্তি। কারণ দেশে আরও অনেক অভিনেত্রীই আছেন, সুযোগটা অন্য কেউ নিশ্চয়ই পেতে পারতেন। সৌভাগ্য বলেই কাজটি আমারই ভাগ্যে জুটেছে।
আমার বিশ্বাস এ তথ্যচিত্রটি জনসমাগমস্থলে নারীদের আরও অধিক বেশি সচেতন হতে উৎসাহিত করবে। পাশাপাশি এটিও বিশ্বাস করি, একই জায়গান নারীর সুরক্ষায় অবশ্যই পুরুষরাও নির্বিঘ্নে এগিয়ে আসবেন।’ শিগগিরই দেশের কয়েকটি টিভি চ্যানেলে এ তথ্যচিত্রটি প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন।