বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

কোথায় কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মে, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
ইয়াস: নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড়ে

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি একটি সতর্কবার্তায় জানিয়েছে, আজ শনিবারের মধ্যেই উত্তর আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।

এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী বুধবার নাগাদ উডিষ্যা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাবউদ্দিন শনিবার সকালে বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা (পরিস্থিতির দিকে) নজর রাখছি। আজকের মধ্যেই সেখানে একটি লঘুচাপ তৈরি হবে বলে আমরা ধারণা করছি। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘ইয়াস’।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে ওমান। এর অর্থ ‘হতাশা’।

ঘূর্ণিঝড়ের এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন বাংলাদেশের অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস -আর সবচেয়ে কম সৈয়দপুরে, ২৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English