শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

কোপা আমেরিকায় শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন
বিকেলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-মিসর

কাসেমিরোর সংবাদ সম্মেলন বয়কট, ব্রাজিলীয় ফুটবলারদের অসম্মতি- সব মিলিয়ে কোপা আমেরিকার ভবিষ্যত শঙ্কায় পড়ে যায়। সুর পাল্টেছেন নেইমাররা, আয়োজকদের সমালোচনা করলেও জাতীয় দলের হয়ে খেলতে আপত্তি নেই তাদের। তবে শঙ্কা এখনও কাটেনি ব্রাজিলিয়ান আদালতের বিরোধী অবস্থানের কারণে। এরইমধ্যে শতবর্ষী আসরটিতে খেলতে দল ঘোষণা করেছে সেলেকাওরা।
কোপা আমেরিকার জন্য ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন তিতে। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ। দলে ফিরেছেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। সাম্প্রতিক সময়ে চোটে ভুগছিলেন তিনি। রবার্তো ফিরমিনো, ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে আছেন এভারটন, গ্যাব্রিয়েল বারবোসো ও রিচার্লিসন।
রক্ষণে লুকাস ভেরিসিমোর জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদের ফেলিপেকে ভিড়িয়েছেন তিতে। দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন।
আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিয়ন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), এভারটন (বেনফিকা), রিচার্লিসন (এভারটন)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English