সাত দিনের কোয়ারেন্টিন শেষ করে দ্বিতীয় দফায় মক্কায় তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে হজযাত্রীদের। ৪ জিলহজ মিনায় যাওয়ার আগে মক্কায় নির্ধারিত হোটেলে অবস্থান করতে হবে তাঁদের। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় তাঁদের জন্য একটি বিশেষায়িত হোটেল বরাদ্দ দিয়েছে। এখানে প্রত্যেক হাজির জন্য থাকবে পৃথক কক্ষ। সেখানে তাঁদের প্রয়োজনীয় সব জিনিসের পাশাপাশি থাকবে জীবাণুমুক্ত জমজমের পানির ক্যান, ফল ও মিষ্টান্নের ঝুড়ি, খাবার গ্রহণের থালা-বাসন, পরিবহনের জন্য ব্যাগ ও ছাতা।
হাজিদের প্রতিটি কক্ষ খুবই পরিপাটি ও সাজানো-গোছানো। বেডরুমে থাকবে মখমল বিছানা, জীবাণুমুক্ত করার বিশেষ পদার্থ, ফেস মাস্ক ও হজ নির্দেশিকামূলক বই। এ বছর জামরায় শয়তানকে নিক্ষেপের জন্য জীবাণুমুক্ত বিশেষ পাথরও সরবরাহ করবে হজ কর্তৃপক্ষ। মক্কায় পরিভ্রমণের জন্য প্রত্যেক হাজিকে প্রাথমিক সরঞ্জাম বহনেরও আলাদা আরেকটি ব্যাগ দেওয়া হবে। এতে ঝটিকা সফরে ব্যবহৃত একান্ত প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া যাবে।