নাদিয়া জামিল এখন ক্যানসারমুক্ত। তিনি গত বছর থেকে ব্রেস্ট ক্যানসার থেকে মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি এখন ক্যানসার মুক্ত। ‘বেহাদ’ টেলিফিল্মে অভিনয় করে খ্যাতি পাওয়া নাদিয়া জামিল তার ভক্ত ও সহকর্মীদের তার অসুস্থতা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন। এর আগে তিনি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও বর্তমানে তিনি পাকিস্তানে ফিরে এসেছেন।
‘অবশেষে চিকিৎসকরা বললেন ক্যানসার মুক্ত’ বলে নাদিয়া জামিল তার ইন্সটাগ্রামে এক দীর্ঘ পোস্ট লিখেন। তিনি লিখেছেন, ‘সব ধরনের ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে যে আমি এখন ক্যানসার মুক্ত। শুকুর আলহামদুলিল্লাহ। ভালোবাসা, সমর্থন ও দোয়া করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভয়াবহ কেমোথ্যারাপির কারণে আমার কিছু নার্ভ বা স্নায়ু ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু, এখন আমি আমার আগের কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে পারব।’
তার সংগ্রামের সময় তার পাশে থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। আর্থিক সঙ্কটের সময়ে কাজ করার একটি প্লাটফর্ম দেযার জন্য তিনি ‘স্যাকারি-আম্মি. আনাসির’ পোর্টালকে ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘আমি আমার পরিবার ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞ। শুধু তোমরাই ভালোভাবে জান যে তোমরা আমার কাছে কত গুরুত্বপূর্ণ। অভিনয় জগতের কয়েকজন বন্ধু সব সময় আমার পাশে ছিলেন। তারা হলেন, সানিয়া সায়িদ, মুনিবা মাজারি, সুলতানা সিদ্দিকি ও আদনান সিদ্দিকি। তোমাদের সবাইকে ধন্যবাদ।’
তিনি আরো বলেন, ‘আমার কিছু সহকর্মী এখন মেগাস্টার। তারা আমার জন্য বেশ কয়েকবার সামান্য সময়ের জন্য কথা বলেছেন। পরে আমি তাদের জন্য অপেক্ষা করে বা অনলাইনে তাদের পিছু নিয়েও তাদের সাথে কথা বলতে পারিনি। আমি আল্লাহর কাছে দোয়া করি তাদের হৃদয় দয়াদ্র ও কোমল হোক। আল্লাহ যেন তাদের মনে অন্যদের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেন। কারণ, এ পৃথিবীর নাম ও খ্যাতি কোনোই কাজে আসবে না। সবশেষে আমাদের সবাইকেই মাটির নিচে যেতে হবে।’
সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন