সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ক্রিকেটকে বিদায় জানালেন স্যামুয়েলস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার মারলন স্যামুয়েলস। ক্যারিবীয়দের হয়ে শেষ ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন তিনি। ওই ম্যাচটিই তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।

২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আর দেখা যায়নি স্যামুয়েলসকে। এত দিন পর জানা গেল, ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ। তিনি জানান, গত জুনেই ক্রিকেট বোর্ডকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন স্যামুয়েলস।

২১ বছর বয়েসে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া স্যামুয়েলস ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনে খেলেছিলেন শতরানের ইনিংস। অ-ধারাবাহিক টেস্ট ক্যারিয়ারে ৭১ ম্যাচে ৩২.৬৪ গড়ে করেন ৩ হাজার ৯১৭ রান। বল হাতে এই ফরম্যাটে নিয়েছেন ৪১টি উইকেট। ওয়ানডেতে ২০৭ ম্যাচ খেলে পাঁচ হাজার ৬০৬ রান করেছেন এই জ্যামাইকান তারকা। যার মধ্যে আছে ১০টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৮৯টি। আর টি-টোয়েন্টিতে ব্যাট হাতে করেছেন এক হাজার ৬১১ রান আর বল হাতে নিয়েছেন ২২টি উইকেট। দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্যামুয়েলস অনেকটা নীরবেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন স্যামুয়েলস। বিশেষ করে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। দুই বৈশ্বিক টুর্নামেন্টে এমন কীর্তি কোনো ক্রিকেটারের নেই।

প্রথমবার ম্যান অব দ্য ম্যাচ হন ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই বিশ্বকাপে লঙ্কান বোলারদের পিটিয়ে ৫৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে বল হাতে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন একটি উইকেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English