বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ (মূল) দলের কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ (মূল) দলের কর্মী নিহত হয়েছে। নিহতের নাম ধর্মজয় ত্রিপুরা (২৮)। সে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের হাজাছড়া এলাকার বিষ্ণু কার্বারী পাড়ার শশীচরণ ত্রিপুরার ছেলে।

রোববার সকাল সাড়ে আটটার দিকে ১নং মেরুং ইউনিয়নের হাজাপাড়া গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব।

এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার পাঠানো এক প্রেসবার্তায় এই হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

প্রেসবার্তায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের অন্যতম সংগঠক অনি চাকমা রোববার এক বিবৃতিতে জেলার দীঘিনালা উপজেলায় ধর্মজয় ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আজ সকাল ৮টার দিকে তার নিজ এলাকা হাজাছড়া দোকানের সামনে তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে।

তিনি জানান, ‘ধর্মজয় ত্রিপুরা (৩০) হাজাছড়া এলাকার বিষ্ণু কার্বারী পাড়ার শশীচরণ ত্রিপুরার ছেলে। তিনি দুই বছর আগে নিজের ভুল বুঝতে পেরে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফে যোগদান করেছিলেন। সে সময় তিনি সংস্কারবাদীদের সাথে আঁতাত ও তাদের অপকর্মের কথা ফাঁস করে দিয়েছিলেন। এ কারণে তার উপর অনেকের আক্রোশ থাকতে পারে। দীর্ঘ দিন ধরে তাকে খুন করার চেষ্টা চালিয়ে আসছিল এবং এ কথা তিনি জানতেন বলে অনি চাকমা দাবি করেন। তিনি অবিলম্বে হত্যাকারীদের শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভুত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English