শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় শিশু হত্যায় ৩ যুবকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিশু রাফসান সামির (৩) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজার রহমান (২৫), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে শালজার রহমান (২৬) ও আফাজ উদ্দিনের ছেলে মফিজুুল ইসলাম (৩৫)। এদের মধ্যে মফিজুল ইসলাম পলাতক রয়েছেন। অপর দুইজন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

মামলার বিবরণের বরাত দিয়ে তিনি আরও জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র রাফসান সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে মুক্তিপণ না পেয়ে রাফসান সামিকে গলাটিপে হত্যার পর ধানের খড়ের ঢিপির নিচে মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় দুইদিন পর নিহত রাফসান সামির বাবা মেজবাবুল ইসলাম সন্দেহভাজন ৩-৪ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ এই মামলার ওই তিন আসামিকে সনাক্ত এবং চার মাস পর তিনজন আসামিকে গ্রেপ্তার করে। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপরদিকে প্রথমে সন্দেহভাজন যাদের নামে মামলা করা হয়, পরে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English