মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

গাজীপুরে ২ নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

গাজীপুর মহানগরীর পৃথক দুটি স্থান থেকে একদিন বয়সী দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন সদর থানার ইপসা গেইট এলাকা এবং রাজদিঘীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই ইমতিয়াজ জানান, দুপুরে শহরের রাজদিঘীর পাড় খেজুর গাছের নিচে কাগজের কার্টুনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় মেয়ে শিশুর লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অপরদিকে একই থানার এসআই লিয়াকত হোসেন জানান, দুপুরে নগরীর ইপসা গেইটের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ময়লার স্তূপে অপর এক কন্যা শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে ওই লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English