শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

গুগল ম্যাপে যেভাবে সংযুক্ত করবেন ঠিকানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
গুগল ম্যাপে গুগল ম্যাপসে ফিলিস্তিনের গাজা ঝাপসা দেখায় কেনচালু করা হবে ‘ইকো-ফ্রেন্ডলি’ ফিচার

অপরিচিত কোনো নতুন এলাকায় যাওয়ার আগে সবচে আগে যে কাজটি নেটিজেনরা করে থাকেন, সেটি হলো গুগল সার্চ। গুগল ম্যাপে সার্চ করে জেনে নেয়া যায় ওই স্থানের ঠিকানা সম্পর্কে, সেখানে যাওয়ার উপায়, আশাপাশের স্থাপনা এবং দেখা যায় ছবি।আর এটি সম্ভব হচ্ছে কেউ না কেউ গুগলে ওই স্থান সম্পর্কে তথ্য ও ছবি সংযুক্ত করেছে। কিন্তু কখনো কখনো অনেক গুরুত্বপূর্ণ স্থানের ঠিকানা, ছবি পাওয়া যায় না। সেক্ষেত্রে পড়তে হয় বিড়ম্বনায়। তাই এসব বিড়ম্বনা এড়াতে আপনিও গুগলে সংযুক্ত করতে পারেন আপনার জানা কোনো স্থানের ঠিকানা ও ছবি।

আসুন জেনে নেই তার পদ্ধতি:

প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।

> গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর কন্ট্রিবিউশন অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার উপরের এড প্লেস-এ ক্লিক করতে হবে।

> এরপর ওপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।

> এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, দোকান ও স্কুল হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।

> প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভ-এ ক্লিক করলেই কাজ শেষ।

> লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য ওপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English