বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৭৩ জন নিউজটি পড়েছেন
করোনা ও প্রাকৃতিক বিপর্যয়-২

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত সোমবার ১ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৫ শতাংশের বেশি। নতুন করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে শহরের ২০৯ ও উপজেলার ৭০ জন।

এ সময় চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। তাঁদের তিনজন শহরের ও একজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট মারা গেলেন ৪৮৬ জন। মোট আক্রান্ত ৪৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে শহরের ৩৯ হাজার ১০০ ও উপজেলার ৯ হাজার ৬১৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English