শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় আরও ৮২ জন আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৮২ জন আক্রান্ত হয়েছে। ছয়টি ল্যাবে ৮৪৭টি নমুনা পরীক্ষার পর ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৯২ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৩১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হন ৮ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ১৬ জন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন৭ জন। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় ৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৪৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ৬৩ জন এবং উপজেলায় ১৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English