সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

চাঁদপুর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

চাঁদপুর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল নয়টায় পৌরসভার ১৫টি ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন এই ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন প্রার্থী। ১৫টি ওয়ার্ডে ১৫ জন সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ৫০ জন। ৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের লড়ছেন ১৪ জন প্রার্থী।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন মো. জিল্লুর রহমান জুয়েল, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশীদ বেলাল লড়ছেন হাত পাখা প্রতীক নিয়ে।

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আজ ইভিএম ভোটের মাধ্যমে ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ৮৮৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

ভোটগ্রহণের শুরুর পর থেকে বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান। চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English