সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ৩৫০ নৌকা ও সাড়ে ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের অভিযানে চাঁদপুরের রাজরাজেশ্বর, মতলব উত্তর উপজেলার চরউমেদ, চরকাশিম ও বোরচর থেকে ৩৫০নৌকা ও সাড়ে চার কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদরের রাজরাজেশ্বর থেকে অভিযান শুরু করে ৩০ অক্টোবর শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত মতলব উত্তরের বোরচরে অভিযান শেষ করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন এডিশনাল ডিআইজি মো। মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, পুলিশ সুপার মো শফিকুল ইসলাম, পুলিশ সুপার আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার মাসুমা আক্তার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ হোসেন প্রমুখ।

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ৩৫০ নৌকা ও সাড়ে ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

এ অভিযানটি যৌথভাবে ঢাকা জেলা নৌ পুলিশ, চাঁদপুর জেলা নৌ পুলিশ ও চাঁদপুর থানা পুলিশ সহ যৌথভাবে এ অভিযান চালান।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় মতলবের ষাটনল থেকে চরভৌরভী পর্যন্ত ৮০ কিলোমিটার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মেঘনা নদীতে সকল প্রকারের মাছ ধরার বিষয়ে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English