বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

চাঁপাই থেকে ট্রেনে ৫৯২ টাকায় গরু আসছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
চাঁপাই থেকে ট্রেনে ৫৯২ টাকায় গরু আসছে ঢাকায়

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বুধবার। কোরবানির ঈদের বাকি আর মাত্র তিন দিন। এ অবস্থায় শনিবার থেকে রাজধানীর ২০টি হাটে পশু বেচা-কেনা শুরু হয়েছে। এদিকে রাজধানীতে ট্রাকে গরু আনতে ভোগান্তি ও সময় কমাতে উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকায় কোরবানির গরু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৪টি ওয়াগনে ৭৭টি গরু নিয়ে ক্যাটেল ট্রেনের উদ্বোধন করা হয়। এতে প্রতিটি গরু পরিবহনে খামারি ও ব্যবসায়ীদের ৫৯২ টাকা ভাড়া দিতে হবে। এই উদ্যোগে খুশি চাঁপাইয়ের গরুর খামারি ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাই থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে গরু খামারিরা তাদের কোরবানিযোগ্য পশু কম ভাড়া দিয়ে ঢাকায় পরিবহন করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, কোরবানির গরু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে গেছে। ভোররাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁও স্টেশনে ট্রেনটি পৌঁছাবে। আবার ভোর ৫টার দিকে তেজগাঁও ছেড়ে ফিরতি ট্রেন চাঁপাইনবাবগঞ্জে আসবে। এভাবেই ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন চলবে।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু নিয়ে ক্যাটেল স্পেশাল ট্রেনটি টঙ্গী, ঢাকার কমলাপুর ও তেজগাঁও রেলওয়ে স্টেশনে গরু নামাবে। দু-একটি করে গরু পরিবহন করা যাবে না। তাই খামারিরা সমন্বয় করে পুরো একটি ওয়াগনের অগ্রিম ভাড়া পরিশোধ করে গরু পরিবহন করবেন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ক্যাটেল স্পেশাল ট্রেনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের খামারিরা লাভবান হবেন। গরু নিয়ে যেতে পেরে খামারি ও ব্যবসায়ীরা খুবই খুশি।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: শামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ গত বছর আমের মৌসুমে ম্যাংগো স্পেশাল ট্রেন ও এখন কোরবানির গরু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করলেন। নিরাপদে গরু পরিবহনে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে ন্যূনতম খরচে গরু পরিবহন করতে পারায় লাভবান হবেন চাঁপাইনবাবগঞ্জের গরু ব্যবসায়ী ও খামারিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English