শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

চার্জার ছাড়া আইফোন : অ্যাপলের জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
আইফোনে ভার্চুয়াল আইডি, ফেইসটাইমে নতুন ফিচার

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের সর্বশেষ সংস্করণের আইফোন উন্মোচনের সময় ঘোষণা দেয় ডিভাইস্টির সঙ্গে চার্জার আসছে না। অ্যাপলের বক্তব্য অনুযায়ী, কার্বন নিঃসরণ কমাতে আইফোন ১২-এর সঙ্গে চার্জার দেয়নি অ্যাপল।

অ্যাপলের হিসাবে পৃথিবীব্যাপী ৭০০ মিলিয়ন লাইটেনিং হেডফোন এবং ২ বিলিয়ন অ্যাপেল পাওয়ার এডাপটার রয়েছে সারা পৃথিবীর অ্যাপল ব্যবহারকারীদের কাছে। আরও অগণিত চার্জার আছে ভিন্ন ব্রান্ডের ফোনগুলোর জন্য। অ্যাপেল চায় এই ডিভাইসগুলোর পরিমাণ কমাতে।

ব্যাপারটি নিয়ে এরইমধ্যে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মার্কিন টেক জায়ান্টকে জরিমানা করেছে ব্রাজিলের এক রাজ্য। এক প্রতিবেদন বলছে, ব্রাজিলের সাও পাওলো ব্যবহারকারীরা চার্জার ছাড়া আইফোন ১২ পেয়ে সন্তুষ্ট হয়নি। ওখানের ভোক্তা সুরক্ষা সংস্থা ‘প্রোকোন-এসপি’ প্রায় ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে প্রতিষ্ঠানটিকে। তদারকরা জানিয়েছেন, দেশটির ‘কনজুমার ডিফেন্স কোড’ লঙ্ঘন করেছে অ্যাপল।

ডিসেম্বরেই অ্যাপলকে নিয়ম লঙ্ঘনের ব্যাপারে অবহিত করেছিল প্রোকোন-এসপি। কিন্তু আত্মপক্ষ সমর্থনে অ্যাপল নিজেদের পরিবেশগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ‘এতে করে কার্বন নিঃসরণ কমবে এবং পৃথিবী থেকে দুর্লভ উপাদান উত্তোলন কমে আসবে।’

এ ছাড়াও অ্যাপল জানায়, অনেকের কাছেই অতিরিক্ত চার্জার রয়েছে। অ্যাপলের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি প্রোকোন-এসপি। জরিমানা ধরার পাশাপাশি সংস্থাটির নির্বাহী পরিচালক ফার্নান্দো ক্যাপেজ বলেছেন, অ্যাপলকে ব্রাজিলিয়ান আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English