রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

চিত্রনায়ক ফারুকের রক্তে ইনফেকশন ধরা পড়েছে

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
৪ মাস ধরে হাসপাতালের আইসিইউতে নায়ক ফারুক

বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-১৭ আসনের এমপি ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তার স্ত্রী ফারহানা পাঠান আজ রবিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ফারুকের রক্তে একটা ইনফেকশন ধরা পড়েছে। সেটার কালচার রিপোর্ট না আসা পর্যন্ত ডাক্তাররা কিছু বলতে পারবে না। রক্তে সংক্রমণের কারণে ফারুকের শরীরটা একটু খারাপ করেছিল। এখন তিনি ভালো আছে।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। এরপরই জানা যাবে তার সর্বশেষ শারীরিক অবস্থা। সিটি স্ক্যান করেই আমাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু চেকআপের মধ্যেই ফারুকের রক্তে সংক্রমণ ধরা পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English