শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

চীন সীমান্তের জন্য যুক্তরাষ্ট্রের ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

চীন সীমান্তে ব্যবহারের জন্য ৭২ হাজার আমেরিকান অ্যাসাল্ট রাইফেল কেনার প্রস্তুতি নিয়েছে ভারত। আর এ বিষয়ে ভারত আমেরিকার সঙ্গে আলোচনায় অনেকটা এগিয়েছে। ভারতীয় বাহিনীকে আধুনিকরণ করতে এসব অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

রোববার ভারতীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে। আর ওই রাইফেলগুলো ভারত-চীন সীমান্তে মোতায়েন থাকা সেনারা ব্যবহার করবে।

সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের অক্টোবরে সেনাবাহিনীর জন্য প্রায় ৭ লাখ রাইফেল, হালকা মেশিনগান এবং কমপক্ষে ৪৪ হাজার ৬০০ কারবাইন ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। চীন-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে বিভিন্ন অস্ত্র ক্রয়ের বিষয়ে দ্রুতগতিতে কাজ চলছে।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের উত্তেজনার আবহে কেন্দ্রীয় সরকার চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে দ্রুত মিগ-২৯ এবং সুখোই যুদ্ধবিমান ক্রয়েও অনুমোদন দিয়েছে। গত ২ জুলাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে ‘প্রতিরক্ষা ক্রয় পর্ষদে’র (ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল) বৈঠকে ৩৩টি নতুন রুশ যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এরমধ্যে রয়েছে ১২ টি সুখোই-৩০ এমকেআই মাল্টিরোল এয়ার সুপিরিওরিটি ফাইটার জেট এবং ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English