অনুপ্রবেশের অভিযোগে এক চীনের সৈনিককে আটক করেছে ভারত। শুক্রবার পূর্ব লাদাখে পথ ভুলে প্যাংগং হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়ে ওই সৈনিক।
এ ঘটনায় ওই সৈনিককে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার পূর্ব লাদাখে চুশুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণে চীনের ওই সৈনিককে আটক করা হয়। তাকে জেরা করছে সেনার গোয়েন্দা বিভাগ। অন্তর্জাতক আইন ও দুই দেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত চুক্তি মেনেই এই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করা হবে।
শনি অথবা রোববার ওই সৈনিককে চীনা কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারে ভারতীয় সেনাবাহিনী বলে জানা গেছে।
এর আগে গত অক্টোবরে লাদাখের ডেমচক এলাকায় ওয়াং ইয়া লং নামের এক চীনের সৈনিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।