কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত ও অন্তত ২০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির পাড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
নিহত নারীর নাম হাছিনা বেগম (৪৮)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরকান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মহাসড়কের বাতিসা এলাকায় ওভারটেক করার সময় উল্টে যায়। এতে বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাছিনা বেগম নামের একজনকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।