শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ছোটদের নিয়ে ভয় বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭৬ জন নিউজটি পড়েছেন

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত সরাসরি খেলার সুযোগ পাবে। আইসিসি ওয়ানডে লিগের শীর্ষ সাত দল যোগ হবে তাদের সঙ্গে। বাকি দুটি দল নির্ধারিত হবে আরেকটি বাছাইপর্বে।

বাংলাদেশ যদি শীর্ষ সাত দলের মধ্যে থাকতে না পারে, তাহলে বাছাইপর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বকাপে খেলার। কঠিন সমীকরণ, ছোট দলের বিপক্ষে পয়েন্ট হারালেই বিপদে পড়তে হবে। সুপার লিগের শুরু থেকেই তাই সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মনে করেন, ছোট দলের বিপক্ষে পয়েন্ট হারালেই বিপদ।

১৩টি দলের ওয়ানডে সুপার লিগে টেস্ট খেলুড়ে ১২ দেশের সঙ্গে থাকছে নেদারল্যান্ডস। তিন বছর মেয়াদি সুপার লিগে ১৩ দলের প্রত্যেকেই খেলবে আটটি করে সিরিজ। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে চারটি করে সিরিজ হবে। প্রতি সিরিজেই তিনটি করে ওয়ানডে ম্যাচ থাকছে। যার শুরুটা হচ্ছে আজ ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে। এই আট সিরিজে মোট ম্যাচ হবে ২৪টি।

প্রতি ম্যাচে জয়ের জন্য থাকছে ১০ পয়েন্ট। টাই কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে পাঁচ পয়েন্ট। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে সন্দেহাতীতভাবেই খেলছে ভারত। টেবিলের তলানির বাকি যে পাঁচ দল, তাদেরও বিশ্বকাপ খেলার সম্ভাবনা যে শেষ হয়ে যাবে তা নয়। তারা অংশ নেবে আরেকটি বাছাইপর্বে। সেখানে এই পাঁচ দলের সঙ্গে আইসিসির সহযোগী আরও পাঁচটি দেশ থাকবে। ১০ দলের মধ্যে শীর্ষ দুই দলের সুযোগ মিলবে বিশ্বকাপে খেলার।

বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে যে কঠিন পথ পাড়ি দিতে হবে, সেটা বুঝতেই পারছে বাংলাদেশ। ওয়ানডে লিগ সামনে রেখে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘এটা একেবারে নতুন কিছু নয়। গত বিশ্বকাপেও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব থেকেই বিশ্বকাপে এসেছিল। এখানে শুধু আমরা র‌্যাংকিংয়ের শীর্ষ দলের সঙ্গেই নয়, নিচের দলগুলোর বিরুদ্ধেও খেলব।

আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের বিরুদ্ধে যেন পয়েন্ট না হারাই। তাহলে সেটা আমাদের বিপদের কারণ হবে।’ তিনি বলেন, ‘র‌্যাংকিংয়ে দেখবেন আমরা ওয়ানডেতে আটে আছি। এটা আমাদের জায়গা নিশ্চিত করে দেবে না। তাই সামনে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English