শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১ মে, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন
উপহারের ঘর নির্মাণে চলছে হরিলুট: সংবাদ সম্মেলনে বিএনপি

জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের কারও কাছে জবাবদিহি নেই। তাই আজকে করোনা ভাইরাস নিয়ে সরকার ব্যবসা করছে।’

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য সেটিকে (কোম্পানি) টিকা আনার অনুমতি দিয়েছে সরকার।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেড় বছর আগে আমরা বলেছি, একটা সোর্স (উৎস) থেকে যাতে ভ্যাকসিন আনা না হয়। কিন্তু সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকেই ভ্যাকসিন আনতে চেয়েছিল।’

দলের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে এই রোজার মাসে প্রত্যেক বছরই আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে ইফতার করেছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমরা জানি আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করার কোনো শক্তি আমাদের নেই। সম্ভব নয়। এই পাশে থাকা, এটা বড় সাহস জোগায়। সাহস আপনাদেরও জোগায়, আমাদেরও জোগায়। আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করছি, আন্দোলন করছি। লক্ষ্য একটাই, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ফিরিয়ে আনা।’

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ ও মোহাম্মদ শাহজাহান বক্তব্য দেন। অনুষ্ঠানে আসা পরিবারগুলোকে ফুলের সঙ্গে খামে মোড়ানো অর্থ ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English