শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে রাজনীতিতে যোগদানের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী জাতীয়তাবাদী ছাত্রদল নেতা কায়াস মাহমুদ জনি।
সিডনী থেকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানের মেয়ে জাইমা রহমান ইতোমধ্যে লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল’ সম্পন্ন করেছেন। রাজনৈতিক পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে তার জ্ঞান আছে বলে আমাদের যথেষ্ট বিশ্বাস। বৃটেনের মতো দেশে লেখাপড়া করায় তিনি রাজনীতিতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। বাংলাদেশের রাজনীতি এখন এক দুঃসময় অতিক্রম করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় দীর্ঘ কারাভোগ করেছেন। বিএনপির ঐক্য ও সংহতি সুরক্ষায় এই মুহূর্তে জাইমা রহমান রাজনীতিতে যোগদান করলে দলের মধ্যে গতি সঞ্চারিত হবে। তিনি তার দাদি বেগম খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ালে নেতাকর্মী সবার মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হবে।
কায়াস মাহমুদ বলেন, জাইমা রহমান দেশে ফিরে এসে বিএনপিকে সংগঠিত করা এবং নেতৃত্বে আসীন হলে তা হবে খুবই ইতিবাচক সিদ্ধান্ত।