রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

জানুয়ারিতেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ, আশা স্বাস্থ্যমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৩০ ডিসেম্বের) সকালে রাজধানীতে কোভিড নিয়ে এক আলোচনাসভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, কোভিড নিয়ন্ত্রণে থাকলেও, চলে যায়নি, তাই বাংলাদেশের অর্জন ধরে রাখতে সরকারি বেসরকারি স্বাস্থ্যসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন ক্রয় করার প্রক্রিয়া কমপ্লিট করেছি। যেহেতু ভ্যাকসিন অনুমোদন পেয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে, ভারতও অনুমোদন দেবে। হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়ে দেবে। তিনি আরো বলেন, আমরা আশা করছি, জানুয়ারি মাসে সেরাম ইনস্টিটিউট যদি আমাদের খবর দেয়, তাহলে শেষে অথবা তার আগেও ভ্যাকসিন পেয়ে যেতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেক ত্যাগ স্বীকার করেছে। করোনার কারণে সারা দেশ লকডাউনে চলে গেছে। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো লকডাউন ছিল না। কারও কোনো ছুটি ছিল না।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুবিন খান, স্বাচিপের সভাপতি ডা. এমএ আজিজ, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English