জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ভাবমূর্তি পরিচ্ছন্ন। তাই অন্য দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিতে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ ছাড়া স্বচ্ছ ভাবমূর্তির বিশিষ্টজনরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।’
শনিবার রাজধানীর বনানী কার্যালয়ে জাপার এমপিদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
এ সময় আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলের এমপিদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগামী দিনের রাজনীতিতে জাপা অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ আগ্রহ ভরে জাপার দিকে তাকিয়ে আছে। তরুণ সমাজের কাছেও জাপা আকর্ষণীয়।’
জিএম কাদের বলেন, জাপার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। মূল দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে।
সংসদের প্রধান বিরোধী দল জাপার এমপির সংখ্যা ২৬। শনিবার সভায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপার যুগ্ম মহাসচিব রাহগির আল মাহী সাদ এরশাদসহ জাপার আটজন এমপি গড়হাজির ছিলেন। যোগ দেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ বাকিরা। এ ছাড়া এমপি না হলেও সভায় ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।