শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

জাহাজে ভারসাম্য, বন্দর ঝুঁকিমুক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

চট্টগ্রাম বন্দর জেটিতে কাত হয়ে থাকা জাহাজটিতে ভারসাম্য আনা হয়েছে। কাত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর জাহাজটিতে ভারসাম্য আনা হয়। জাহাজে ভারসাম্য আনায় বন্দর এখন ঝুঁকিমুক্ত।
গতকাল রোববার সকালে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বোঝাই করার পর জাহাজটি ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে পড়ে।

বন্দরের কর্মকর্তারা জানান, ‘ওইএল হিন্দ’ নামের জাহাজটি গতকাল সকালে কাত হয়ে গেলে কনটেইনার নামানোর চেষ্টা করা হয়। কিন্তু জাহাজটির ক্রেন অচল হয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়। আবার বন্দরের ক্রেন দিয়েও ওপরের দিকে কনটেইনার সরানো যাচ্ছিল না। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ভাটার সময় জাহাজটির ওপরের দিকের কনটেইনার সরানো শুরু হয়। সব মিলিয়ে রপ্তানি পণ্যবাহী ৬৬ একক কনটেইনার সরিয়ে নেওয়ার পর জাহাজটি বিপদমুক্ত হয়।

বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘জাহাজটি এখন ঠিক আছে। দুর্ঘটনার বিষয়টি যাচাই করে জাহাজটির বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে। জাহাজটিতে ভারসাম্য আসায় বন্দর ঝুঁকিমুক্ত হয়েছে।’

রপ্তানি পণ্যবাহী ১ হাজার ১৫৫ একক কনটেইনার নিয়ে জাহাজটির রোববার ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব পণ্য সিঙ্গাপুর হয়ে ইউরোপ-আমেরিকায় যাওয়ার কথা। দুর্ঘটনার কারণে এখন কয়েক দিন দেরিতে পণ্য হাতে পাবেন বিদেশি ক্রেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English