এক. এভাবেই আমাদের পালনকর্তা ক্ষমাশীল করুণাময়; তিনি আমাদের সেসব দরজাও খুলে দেন যা আমরা এমনকি খোলার চেষ্টাও করিনি! সুতরাং যখন তিনি আমাদের জীবনে কোনো নির্দিষ্ট দরজা বন্ধ করেন তখন কেন আমরা বিচলিত হবো? আপনি এবং আমি জানি না এমন জিনিস তিনি জানেন। তিনি শুধু আমাদের জন্য যা মঙ্গলজনক তাই চান। সব সময়ের জন্যই।
দুই. কিছু লোক এর শেষ না হওয়া পর্যন্ত তাদের কাছে কী আছে তা বুঝতে পারে না। দুঃখের বিষয়, তারা শুধু তখনই তা উপলব্ধি করতে পারে যখন অনেক বেশি দেরি হয়ে যায়। এ জন্যই কৃতজ্ঞতার বিষয়টি এত গুরুত্বপূর্ণ। আপনার যা আছে তার মূল্য দিন। আপনার প্রতি যে কৃপা তার স্বীকৃতি দিন। কখনো কখনো সর্বশক্তিমান আপনার কাছ থেকে এটি পুরোপুরি কেড়ে নিতে পারেন আর আপনি তা কখনো পাবেন না!