উচ্চারণ : ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বিন।’
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে দ্বিনের জ্ঞান দান করুন।’
উপকার : ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, একবার নবী (সা.) শৌচাগারে গেলেন, তখন আমি তাঁর জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, ‘এটা কে রেখেছে?’ তাঁকে জানানো হলে তিনি বলেন, ‘আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দ্বিন’, অর্থ : ‘ইয়া আল্লাহ! আপনি তাকে দ্বিনের জ্ঞান দান করুন।’ (বুখারি, হাদিস : ১৪৩)
উল্লেখ্য, অন্যের জন্য দোয়া করার ক্ষেত্রে হাদিসে উল্লিখিত শব্দে দোয়া করতে হবে। আর নিজের জন্য করতে চাইলে ওপরের মতো করে পড়তে পারবে।