চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট ঝড়ের কবলে পড়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওই ফ্লাইটটি ঝড়ের কবলে পড়ে সন্ধ্যায় সিলেটে জরুরি অবতরণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, শনিবার বিকেলে ঢাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হওয়ার কারণেই এমনটি হয়েছে।
বিমানের ওই ফ্লাইট ছাড়াও ঝড়ের কারণে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট এক ঘণ্টা পাঁচ মিনিট ও নভোএয়ারের একটি ফ্লাইট ৩৫ মিনিট আকাশে প্রদক্ষিণ করতে থাকে। এছাড়া বিমানের কক্সবাজার থেকে ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রামে এবং ইউএস বাংলার দোহা থেকে ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রামে পাঠানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে ঝড় কমে গেলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে আসে।
এর আগে গত ৬ মার্চ রাতে ঝড়ের কবলে পড়ে ঢাকা থেকে সিলেটমুখী নভোএয়ারের একটি ফ্লাইট। ওই ফ্লাইটটি নিরাপদে সিলেট পৌঁছাতে পারলেও উড্ডয়নরত অবস্থায় ব্যাপক ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।