করোনাকালীন সময়ে সফরকারী দলগুলোর পর্যাপ্ত প্রস্ততি নিশ্চিত করতে টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন আনা হলো। পূর্ব ঘোষিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয় সিরিজটি। বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)
এক বিবৃতিতে কিউই বোর্ড জানায়, প্রয়োজনীয় লজিস্টিক কারণে আনা হয়েছে সূচির এই পরিবর্তন। শুধু বাংলাদেশ সিরিজ নয়, নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচিও বদলে নিয়েছে তারা।
ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৩শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দ্বিতীয়টি ১৭ই মার্চ, ক্রাইস্টচার্চে। আর তৃতীয় ও শেষটি ২০ মার্চ ওয়েলিংটনে। নতুন সূচি অনুযায়ি, প্রথম ওয়ানডে ২০ মার্চ, দ্বিতীয়টি ২৩ মার্চ আর তৃতীয় ও শেষটি ২৬ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল ২৩শে মার্চ নেপিয়ারে, তবে নতুন সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি গড়াবে ২৮শে মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয়টি যেখানে ২৬শে মার্চ অকল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা ৩০শে মার্চ নেপিয়ারে গড়াবে। আর তৃতীয় ও শেষটির তারিখ ২৮ মার্চ ও ভেন্যু হ্যামিল্টনের বদলে অনুষ্ঠিত হবে ১ এপ্রিল, অকল্যান্ডে।