টাঙ্গাইলে পাঁচ শতাধিক ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নরদিংদীর খিদিরপুর এলাকার সাহাব উদ্দিনের ছেলে সফিক ইসলাম ও দিনাজপুরের ছাতনী এলাকার নূর হোসেন কাজীর ছেলে মিজানুর রহমান।
র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার কিশোর রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের রাবনায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মিনি পিকআপে বহন করা বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতর থেকে উদ্ধার করা হয় ৫২০ বোতল ফেন্সিডিল। এছাড়া মিনি পিকআপ, নগদ দুই হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা অভিনব কায়দায় এই ফেন্সিডিলগুলো দিনাজপুর থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলো।