সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

টানা ছয় ম্যাচে হেরে বিদায়ের পথে রাজশাহী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকা রাজশাহী এরপর আর জয়ের মুখ দেখেনি।

টানা ছয় ম্যাচে যথাক্রমে- বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশালের পর শনিবার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হেরে যায় রাজশাহী। টানা ছয় ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়ের পথে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। তাদের কিঞ্চিত স্বপ্ন এখনও টিকে আছে।

শনিবারের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল যদি ঢাকার বিপক্ষে জিতে যায় তাহলে কোনো সমীকরণের প্রয়োজন নেই। রাজশাহীকে বিদায় করেই টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হবে বরিশালের।

তবে এদিন যদি বরিশাল হেরে যায় তাহলে রাজশাহীর প্লে অফ নিশ্চিত। তারা বরিশালের মতো ৮ ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে প্লে অফ নিশ্চিত করবে।

এর আগেই প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম, খুলনা ও ঢাকা।

চট্টগ্রামের কথা একটু না বললেই নয়, মোস্তাফিজ-সৌম্য-লিটনদের নিয়ে গড়া দলটি বঙ্গবন্ধু কাপের ৮ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৭টিতে জিতে সবচেয়ে বেশি ১৪ পয়েন্ট অর্জন করেছে। তাদের মতো এতটা ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেনি অন্য কোনো দল।

শনিবার রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন কুমার দাস ও সৌম্য সরকারের জোড়া ফিফটিতে ৪ উইকেটে ১৭৫ রান করে চট্টগ্রাম। জবাবে ব্যাটিংয়ে নেমে নাহিদুল ইসলাম ও জিয়াউর রহমানের বোলিং তোপের মুখে পড়ে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি রাজশাহী। চট্টগ্রামের ৩৯ রানের জয়ে গ্রুপপর্ব থেকে বিদায়ের দুয়ারে রাজশাহী।

এখনও তারা তাকিয়ে আছে ঢাকা-বরিশাল ম্যাচের দিকে। এই ম্যাচে বরিশাল হেরে গেলে প্লে অফ নিশ্চিত হবে রাজশাহীর। তবে বরিশাল জিতলে প্লে অফের স্বপ্ন ভেস্তে যাবে রাজশাহীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English