সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বদলাতে ওয়ার্নের তিন পরামর্শ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ক্রিকেটে এখন ব্যাট-বলের ভারসাম্য আছে? টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই সবার অভিযোগটা বেশি। এটা নাকি ব্যাটসম্যানদের খেলা, বোলারদের পাত্তা নেই। ব্যাট-বলে ভারসাম্য আনতে শেন ওয়ার্ন কিছু পরামর্শ দিলেন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি এ লেগ স্পিনারের ক্রিকেট-মস্তিস্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেকের মতেই তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট-মস্তিস্ক। কদিন আগেই টি-টোয়েন্টিতে এক বোলারের চার ওভারের বদলে পাঁচ ওভার করার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। সেটিসহ এবার মোট তিনটি বদলে পরামর্শ দিলেন ওয়ার্ন। তাঁর মতে, টি-টোয়েন্টিতে এই তিনটি পরিবর্তন করলে ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আনা সম্ভব।

কাল এ নিয়ে টুইট করেন ওয়ার্ন। সেখানে পরামর্শ দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এ বোলার। মাঠে বাউন্ডারি সীমানা বড় করতে বলেছেন ওয়ার্ন। সীমানা ছোট হলে কী করতে হবে সে পরামর্শও দেন তিনি। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া সাবেক এ স্পিনার টুইট করেন, ‘আমি টি-টোয়েন্টি ক্রিকেটে যেসব পরিবর্তন আনতাম। ১. প্রতিটি মাঠে বাউন্ডারি যতটা সম্ভব বড় করা এবং ছোট মাঠের আউটফিল্ডে ঘাস লম্বা রাখা। ২. বোলাররা ৪ ওভার নয়, ৫ ওভার করে বল করবেন। ৩. উইকেট টেস্টে চতুর্থ দিনের মতো হতে হবে। ফ্লাট হওয়া যাবে না, কারণ আমরা শুধু ছক্কা নয়, ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই।’

টি-টোয়েন্টিতে একজন বোলার ৪ ওভার করে বল করেন। ওয়ার্ন মনে করেন, দুজন বোলারের ৫ ওভার করে বল করতে দেওয়া উচিত। এ ছাড়াও টেস্টে চতুর্থ দিনের মতো উইকেট টি-টোয়েন্টিতে চান তিনি। চতুর্থ দিনের উইকেটে স্পিনাররা যেমন বাঁক পেয়ে থাকেন, তেমনি পেসাররাও সিম মুভমেন্ট পান।

ওয়ার্ন তাঁর এ পরামর্শগুলো শুধু টুইট করেই ক্ষান্ত হননি। সেখানে তিনি ট্যাগ করেছেন সমসাময়িক কিংবদন্তি ক্রিকেটারদের, যাঁদের সঙ্গে তিনি এক সময় খেলেছেন—শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলী, স্টিফেন ফ্লেমিং, মার্ক ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট।

ওয়ার্নের টুইটে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া দলে তাঁর সাবেক সতীর্থ মার্ক ওয়াহ। সাবেক এ ওপেনার লেখেন, ‘আমি একমত। তবে আমি যে বিষয়টি বলে আসছি সেটা তুমি ভুলে গেছ। লেগ বাই বাতিল করে ডেড বল হওয়া উচিত। বল খেলতে না পারার জন্য ব্যাটিং দলকে পুরষ্কৃত করার মানে হয় না।’

টি-টোয়েন্টি নিয়ে বেশ আগে থেকেই নানা কথা বলে আসছেন ওয়ার্ন। খেলাটায় ব্যাটসম্যানদের প্রভাব যে বেশি তা বুঝিয়ে দিচ্ছে চলতি আইপিএল। যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোতেই ব্যাটসম্যানদের পক্ষে ছিল উইকেট। ছোট মাঠ ও ব্যাটিংবান্ধব উইকেট হওয়ায় দুবার ন্যূনতম দুই শ-র বেশি রান তাড়া করে জয়ের নজির দেখা গেছে।

এ ছাড়া শিশিরের কারণে স্পিনারদের বল ধরার সমস্যা তো আছেই। বেশিরভাগ দলই টস জিতে আগে ফিল্ডিং করতে চায়। আইপিএলে এখন রাজস্থান রয়্যালসের পরামর্শক হিসেবে কাজ করছেন ওয়ার্ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English