শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর মিলল সিদ্ধ ডিম!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর এক রোগীর পেটে পাওয়া গেল আস্ত একটি ‘সিদ্ধ ডিম’। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এমন ঘটনা।

মঙ্গলবার ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়ে তা সিদ্ধ ডিমের আকার নিয়েছে। পুরো ভারতে এমন ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তারা।

আর জি কর হাসপাতাল সূত্রে খবর, কয়েক মাস ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ছিল তার। কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

হাসপাতালের সার্জারি বহির্বিভাগের চিকিৎসক জানান, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। এ সময় রোগীর আল্ট্রাসোনগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে।

এর পর সিটিস্ক্যানও করানো হয় তার। সেই রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তবে অস্ত্রোপচার করার পর হতবাক হয়ে যান চিকিৎসকরা। রোগীর তলপেট থেকে বের করা হয় প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সিদ্ধ ডিম’।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’।

চিকিৎসকরা বলছেন, দেহতন্ত্রের সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেঁধে ডিমের মতো আকার ধারণ করে।

সাধারণত পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিকস গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয় দেহের অঙ্গ। অন্যদিকে নারীদের ক্ষেত্রে জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের টিউমার তৈরি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English