ভাস্কর্যবিরোধীদের বক্তব্য অনুযায়ী নিজেদের চেহারা টেলিভিশনে দেখানো এবং নিজেদের ছবি রাখাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক ভাস্কর্য–বিতর্ক নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভাস্কর্যবিরোধীদের উদ্দেশে বলেন, ‘তাদের কথা অনুযায়ী ভাস্কর্য যদি কোনোভাবেই গ্রহণযোগ্য না হয়, তাহলে যাঁরা ফতোয়া দিচ্ছেন, তাঁদের বাবার ছবি, নিজের ছবি রাখাও গ্রহণযোগ্য নয়। ভাস্কর্য তো হুবহু মানুষের মুখাবয়ব নয়, ছবি তো হুবহু মুখাবয়ব। আর টেলিভিশনে ওনাদের চেহারা দেখানোও গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভাস্কর্যবিরোধী পোস্ট দেয়, সেটিও গ্রহণযোগ্য নয় তাদের বক্তব্য অনুযায়ীই।’ ভাস্কর্য আর মূর্তি গুলিয়ে না ফেলার অনুরোধ জানান মন্ত্রী।
আলেমসমাজের জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি করেছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, এই সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে। মন্ত্রী আরও বলেন, ইসলাম কয়েকজনের কাছে কেউ লিজ দেয়নি। গুটিকয়েক মানুষের কথায় জনগণ ও আলেমসমাজ বিভ্রান্ত হবে না। এই দেশ সব ধর্মের দেশ। সাম্প্রদায়িক ব্যবস্থা ভেঙে অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্যই বাংলাদেশের সৃষ্টি।
হাছান মাহমুদ বলেন, ‘যে শক্তি মুক্তিযোদ্ধাদের কাফের আখ্যায়িত করেছিল, যে শক্তি বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা হারাম, যে শক্তি ফতোয়া দিয়ে লুণ্ঠন ও ধর্ষণকে জায়েজ বলেছিল, সেই অপশক্তির অনুসারীরা নানা ধরনের ফতোয়া দিয়ে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
কুষ্টিয়াতে যারা ভাস্কর্য ভেঙেছে, তাদের শাস্তি পেতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ তখন নেতারা বাঙালিদের নিয়ে আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রকারীরা চিহ্নিত। এদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেছেন, আবারও মৌলবাদীরা চক্রান্ত করছে। তারা মাতৃভূমিকে আক্রান্ত করার দুঃসাহস দেখিয়েছে। এদের দাঁতভাঙা জবাব দিতে হবে।