শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা মাহমুদউল্লাহর

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা মাহমুদউল্লাহর

টেস্টের অভিজাত ফরম্যাট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যাওয়ার গুঞ্জন রটেছিল এবার সেটি সত্য রূপে ধরা দিলো। টেস্ট ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ।

টেলিভিশন সম্প্রচারেও বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা। হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে ‘গার্ড অফ অনার’ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের সতীর্থরা।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৬৮ রান করে। দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ১৫০ রান করেন। এটা তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। এছাড়া ৯৫ রান করেন লিটন। ৭৫ রান করে তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ের সফরে মাহমুদউল্লাহ রিয়াদের এমন নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ দেশের ক্রিকেটপ্রেমীরা। অথচ সেঞ্চুরির একদিন পরই দেশের ক্রীড়াঙ্গনে গুঞ্জন ওঠে রিয়াদ টেস্ট থেকে অবসর নিচ্ছেন। শেষ পর্যন্ত হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English